নিজস্ব সংবাদদাতাঃ প্রেক্ষাগৃহে আসার কিছু দিনের মধ্যেই নেটফ্লিক্সে দেখা যাবে সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এমনটাই ঠিক ছিল। তবে বক্স অফিসে ছবির ভাঁড়ার উপচে পড়ায় আপাতত পিছনো হতে পারে ওটিটি-তে মুক্তির দিন। ইতিমধ্যেই ভারতে ১০০ কোটি ছুঁইছুঁই আলিয়া ভট্ট অভিনীত এই ছবি। রবিবারেও গুছিয়ে ব্যবসা করে অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’ এবং হলিউডের ‘ব্যাটম্যান’কে টক্কর দিচ্ছে ‘গঙ্গুবাই’। জানা গিয়েছে, এই সাফল্যের কারণে নেটফ্লিক্স কর্তৃপক্ষকে এই ছবি না দেখানোর অনুরোধ করেছেন নির্মাতারা।