New Update
/anm-bengali/media/post_banners/ydTRbdtfQh8ouJCSsXn9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টিকার প্রথম ডোজেই কাহিল হবে ডেল্টা। আর এমনটাইদাবি করল জনসন অ্যান্ড জনসন। এ বিষয়ে বৃহস্পতিবার প্রস্তুতকারক সংস্থার তরফে জানানো হয়, এই টিকা নেওয়ার পর মানবদেহে ডেল্টা সহ করোনার সমস্ত প্রজাতির বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এটি করোনা সংক্রমণে বাকি ভ্যাকসিনের তুলনায় আরও বেশি সুরক্ষা দেয়। প্রসঙ্গত, ভারতে প্রথম খোঁজ মেলে ডেল্টা ভ্যারিয়েন্ট-এর। করোনার এই নতুন প্রজাতিটি ইতিমধ্যেই হানা দিয়েছে ব্রিটেনে। অন্যদিকে অস্ট্রেলিয়ারও অধিকাংশ শহরেই ডেল্টার দাপটে লকডাউন জারি হয়েছে। আমেরিকাতেও ক্রমশ বাড়ছে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=7667​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us