সাজঘরের দিকে সিলভা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সাজঘরের দিকে সিলভা



নিজস্ব সংবাদদাতাঃ মোহালির বুকে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এই মুহূর্তে পর পর চারটে উইকেট নিয়ে নিয়েছে ভারত। রবীন্দ্র জাদেজার বলের তোড়ে মাঠ ছাড়লেন দে সিলভা। তিনি ৫৮ বলে ৩০রান করে মাঠ ছাড়েন এই মুহূর্তে ক্রিজ সামলাচ্ছেন আশালঙ্কা ও ম্যাথিউ। শ্রীলঙ্কার স্কোর ১২০রানে ৪ উইকেট।