আবারও উইকেট নিলেন অশ্বিন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আবারও উইকেট নিলেন অশ্বিন



নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে মোহালিতে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এটি টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংস। মোহালির মাটিতে দ্বিতীয় ইনিংসে নামার পর থেকেই শ্রীলঙ্কার পর পর উইকেট নিয়ে নিচ্ছে রবিচন্দ্র অশ্বিন। এবারে অশ্বিন নিশাঙ্ককে মাঠছাড়া করলেন। ১৯ বলে ৬রান করে মাঠ থেকে বিদায় নিলেন নিশাঙ্ক। এই মুহূর্তে শ্রীলঙ্কার স্কোর ৬০রানে ৩উইকেট।