New Update
/anm-bengali/media/post_banners/wiuDSsdEAytbllc2Ayp6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন থেকে বাঙালি পড়ুয়ারা দেশে ফিরে এলেও তাদের আতঙ্ক এখনও কাটছে না। এখনও কিছু পড়ুয়া সেদেশে আটকে আছে। তাদের দেশে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের ''অপারেশন গঙ্গা'' চালু আছে। ইউক্রেন ফেরত পড়ুয়ারা জানিয়েছে,''সীমান্তে পৌছতে পারলেই মিলবে সাহায্য।'' অন্ধকার বাঙ্কারের মধ্যেই তাদের রাত কাটাতে হয়েছে। সেইসব 'দুঃসময়য়ের' স্মৃতিই তারা ভাগ করে নিচ্ছে দেশে ফিরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us