/anm-bengali/media/post_banners/yGtdAC53yy5wkysmJXWV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার হল মা ও দুই শিশু সন্তানের দেহ। এই ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার ৪ নম্বর গরানকাটি গ্রামের নিমতলাতে। কী কারণে আত্মহত্যা করলেন ওই মহিলা, তা নিয়ে ধোঁয়াশা। পেশায় দর্জি আমিরুল সর্দার কাজের তাগিদে হাওড়ায় থাকেন। আমিরুলের বাবা সাহেব আলি সর্দার থাকেন আন্দামানে। বাড়িতে দুই শিশু পুত্রকে নিয়ে থাকতেন আমিরুলের স্ত্রী রিজিয়া সর্দার। ওই দম্পতির ৯ বছর বয়সি একটি কন্যা সন্তানও রয়েছে। সে তার দিদার সঙ্গে পিসির বাড়িতে থাকে। প্রতিবেশীদের ধারণা সম্ভবত রিজিয়া কীটনাশক পান করে দুই শিশু পুত্র-সহ আত্মহত্যা করেছে। খবর পেয়ে কুলতলি থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ওই বাড়ির ভিতর থেকে তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে রিজিয়া তাঁর দুই সন্তান নিয়ে আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us