New Update
/anm-bengali/media/post_banners/QwGmhZPIKISIOSgjRCsY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভিন রাজ্য থেকে বাংলায় ঢুকছিল বিপুল মাদক। কিন্তু এনসিবির তৎপরতায় ভেস্তে গেল সেই ছক। হাওড়া থেকে উদ্ধার হল বিপুল গাঁজা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করল তারা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ওড়িশার কটক থেকে বর্ধমানে পাঠানো হচ্ছিল ৪০০ কেজি গাঁজা। জানা গিয়েছে, যার প্রতি কেজির দাম অন্তত ১২ হাজার টাকা। বাজেয়াপ্ত হওয়া গাঁজার মোট মূল্য ৪৮ লক্ষ টাকা। এই গ্রেপ্তারি আন্তঃরাজ্য পাচার চক্রের মেরুদণ্ড কার্যত ভেঙে দিল বলেই দাবি এনসিবির। ধৃত ৬ জন হল পবিত্র নায়েক (ওড়িশা), সৌম্যরঞ্জন নায়েক (ওড়িশা), মহম্মদ রফিজউদ্দিন ইসলাম (মুর্শিদাবাদ), মহম্মদ সফিকুল আলম (বর্ধমান), মন্টু পাল (বাংলা)। ধৃত নিমাই ঘোষ পাচারকারীদের সহায়ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us