New Update
/anm-bengali/media/post_banners/VuzssgXdyI6pZ36sxsKY.jpg)
নিজস্ব প্রতিনিধি-কিছুদিন আগেই আগরতলায় কংগ্রেসের এক সভার আয়োজন হয় আর সেখানেই কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন এর উপর হামলার অভিযোগ আনা হয়। তারই পরিপ্রেক্ষিতে তিপ্রা মথার প্রধান নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন, যারাই এই ভায়োলেন্স করেছে তাদের কে গ্রেপ্তার করা দরকার সে যে রাজনৈতিক দলের হোক না কেন। যে মাফিয়াগিরি গুন্ডাগিরি হচ্ছে তাতে ত্রিপুরার নাম বদনাম হচ্ছে। এগুলো শেষ হওয়া দরকার। এই কথার পরিপ্রেক্ষিতে তিনি এও বলেন ওনার ওপরেও একবছর আগে হামলা হয়েছিল মোহনপুরে। আজ পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি।এফআরআই ফাইল করার পরেও। যখন গুন্ডাদের গ্রেফতার করা হবে না তাদের পলিটিকাল প্রটেকশন আছে বলে, তখনই এই গুন্ডারা সমাজের ক্ষতি করবে এরা কোনো কাজের নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us