ইউক্রেন ফেরত পড়ুয়ার সঙ্গে দেখা করলেন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইউক্রেন ফেরত পড়ুয়ার সঙ্গে দেখা করলেন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার দুই পড়ুয়া ইউক্রেন থেকে বাড়ী ফিরেছে। চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। সন্তানদের কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তারা ছিল ইউক্রেনের রুবিয়া এলাকায়। ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের আজমতপুর এলাকার বাসিন্দা সিংচনী বেরা। বিগত পাঁচ বছর ধরে ইউক্রেনে ডাক্তারি পড়াশুনো করছিল। অপরদিকে ডেবরার ভোগপুরের বাসিন্দা শীর্ষেন্দু শেখর সাউ। সেও ফিরেছে আজ সকালে। এই খবর পাওয়ার পরেই শীর্ষেন্দু শেখর সাউয়ের সঙ্গে দেখা করতে গেলেন ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। এদিন শীর্ষেন্দু শেখরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রী।