New Update
/anm-bengali/media/post_banners/KxnWuQQ3Ogt6FvjG4TDB.jpg)
নিজস্ব প্রতিনিধি,পিংলাঃ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে পটের ছবি এঁকে গান বানালো পিংলার নয়ার পটুয়ারা।গান গেয়ে দুই দেশকে শান্তির বার্তা দিতে চাইছে পিংলার পটুয়া মধু চিত্রকর। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই পিংলার পটুয়া মধু চিত্রকর এবং তার পরিবারের সদস্যরা পটের ছবি এঁকে গান বানিয়েছেন। গান তৈরী করেছেন মধু চিত্রকরের কন্যা সন্ধ্যা চিত্রকর। এবং সঙ্গে যোগ দিয়েছেন মধু চিত্রকরের স্ত্রী হাজরা চিত্রকর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ নবম দিন। আজকেও বাড়ীর উঠোনে বসে পটের ছবি আঁকা চলছে। গানের মধ্য দিয়ে শান্তির বার্তা দিতে চায় তারা। যুদ্ধে দুই দেশের ক্ষতি হচ্ছে। ভারতীয় পড়ুয়ারা আটকে রয়েছে। সব মিলিয়ে একটা অশান্তি চলছে। সেই অশান্তির ছবি পটের মাধ্যমে তুলে ধরে শান্তির বার্তা দিতে চাইছে পিংলার নয়ার পটশিল্পীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us