New Update
/anm-bengali/media/post_banners/pVW9i9IH8Jy7srgnq4FE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেটে গেছে আটদিন। ভয়াবহতা কমা তো দূর অস্ত ! দিন দিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়ছে। এরই মধ্যে জেপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে রাশিয়া। স্বাভাবিকভাবেই, ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ-পরিস্থিতি। এই অবস্থায় কলকাতায় শান্তির দাবিতে মিছিল। যুদ্ধ নয়, শান্তি চাই-স্লোগান তুলে কলকাতায় মিছিল এআইপিএসও-র। হো চিন মিন সরণি থেকে ধর্মতলা পর্যন্ত র্যালির আয়োজন করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us