শতরান হাতছাড়া পন্তের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শতরান হাতছাড়া পন্তের

নিজস্ব সংবাদদাতাঃ ৯৭ বলে ৯৬ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলে আউট হলেন ঋষভ পন্ত। নিজের শতরানের দিকে তড়তড়িয়ে ছুটছিলেন পন্ত। তবে নতুন বলে প্রথম ওভারেই শ্রীলঙ্কাকে বড় সফলতা এনে দিলেন সুরঙ্গা লাকমল। ক্রিজে নতুন ব্যাটার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের স্কোর ৩৩২-৬। জাদেজা খেলছেন ৩৪ রানে। প্রসঙ্গত, এই নিয়ে পাঁচ বার ৯০-র ঘরে আউট হলেন পন্ত।