New Update
/anm-bengali/media/post_banners/PLTUk7N4uiLZV1gHtgBf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যাত্রীবোঝাই চলন্ত ট্রামে আগুন। নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে এজিসি বোস রোডে আচমকাই ট্রামটিতে আগুন লেগে যায়। গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল ট্রামটি।
আচমকা আগুন লেগে যাওয়ায় যাত্রীদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়ায়। ট্রাম থেকে নামার জন্য হুড়োহুড়ি লেগে যায়। দমকল আসতে সময় লাগায় স্থানীয়দের সহায়তায় পুরসভার জলের গাড়ি ব্যবহার করা হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। ট্রামে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us