New Update
/anm-bengali/media/post_banners/IiI3av7bgbQu6hRieIWv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মোহালির বুকে শততম টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি। আর এই শততম ম্যাচ নিয়ে বেশ উত্তেজিত রবি শাস্ত্রী। তিনি এই প্রসঙ্গে বলেন, “শততম টেস্ট ম্যাচ উৎযাপনের একশোটি কারণ রয়েছে। এটা দুর্দান্ত সেঞ্চুরি। তার মধ্যে অনেকগুলো মাঠে বসেই দেখেছি। কভার দিয়ে এই চ্যাম্পিয়নের শট খেলা উপভোগ করি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us