জায়গা পেল কেবল ভারত! ব্রিটেন-জাপানের পতাকা মুছল রাশিয়া

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জায়গা পেল কেবল ভারত! ব্রিটেন-জাপানের পতাকা মুছল রাশিয়া


নিজস্ব সংবাদদাতাঃ রকেটের গায়ে আঁকা ব্রিটেন, আমেরিকা এবং জাপানের পতাকা মুছে ফেলল রাশিয়া। তবে শুধু বাদ রাখল ভারতের পতাকা। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহাকাশে পাঠানোর জন্য তৈরি রকেটের গায়ে আঁকা রয়েছে আমেরিকা, ব্রিটেন, ভারত, জাপান এবং রাশিয়ার পতাকা। কিন্তু সেই পতাকা এক এক করে মুছে দেওয়া হচ্ছে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর প্রধান দিমিত্রি রোগোজিন এ প্রসঙ্গে টুইট করে জানান, ‘বৈকানুরে মহাকাশযান উৎক্ষেপণকারী রকেট থেকে বেশ কয়েকটি দেশের পতাকা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই পতাকা ছাড়াই সুন্দর দেখাচ্ছে আমাদের রকেট।’