'ভারতের আশার সেতু' নরেন্দ্র মোদী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'ভারতের আশার সেতু' নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদতা : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর সেতু হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে একটি ছবি পোস্ট করে ক্যাপশানে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এমনটাই লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী পীষূষ গোয়েল। ঠিক তার নিচেই লিখেছেন হ্যাশট্যাগ অপারেশন গঙ্গা।

পোস্ট করা ছবিটি বর্তমান প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ। ছবিটি হাতে আঁকা। যেখানে দেখা যাচ্ছে এক পারে রয়েছে ভারত, পাকিস্তান, চিন, ইউএসএ, অন্য পারে রয়েছে সমস্যায় পড়া মানুষগুলো। প্রতি দেশের প্রতিনিধিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সে দেশের নাগরিকরা। আর নরেন্দ্র মোদী দুহাত মেলে দাঁড়িয়ে রয়েছেন 'গঙ্গা'য়। তাঁর হাত দুটিকে পারাপারের সেতু হিসেবে ব্যবহার করছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিক ও পড়ুয়ারা। অর্থাৎ একমাত্র ভারতের প্রধানমন্ত্রীই তাঁর দেশের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সেতু হিসেবে কাজ করছেন।

প্রসঙ্গত, অপারেশন গঙ্গার অধীনে ভারতীয় বিমানগুলি যুদ্ধক্ষেত্র থেকে উড়িয়ে নিয় আসছে এদেশের নাগরিকদের। কেন্দ্রীয় মন্ত্রীরাও অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন। এছাড়াও ভারতীয় দূতাবাসের তরফে নিয়মিত অ্যাডভাইজরি জারি করে দিয়ে দেওয়া হচ্ছে রুটম্যাপ। গাইড করা হচ্ছে ভারতীয়দের। ভারত সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাতেই যে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তা আর বলার অপেক্ষা রাখে না।