'আমরা আগে ভারতীয়..' ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠকের পর টুইট শশীর!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'আমরা আগে ভারতীয়..' ইউক্রেন পরিস্থিতি নিয়ে বৈঠকের পর টুইট শশীর!

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের বুক থেকে কীভাবে ভারতীয়দের ঘরে ফেরানো হচ্ছে ও ইউক্রেন ইস্যুতে ভারতের পদক্ষেপ সংক্রান্ত তথ্য জানাতে এদিন কনসালটেটিভ কমিটির বৈঠকের আহ্বান করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর ২১ জন সদস্যের সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিপক্ষের নেতারাও। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শশী থারুররা। আর বৈঠকের পর নিজের টুইটে বৈঠক সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করে শশী থরুর লেখেন,'সবচেয়ে আগে আমরা ভারতীয়।' বৈঠকের পর এক টুইটে শশী থারুর লেখেন, ‘আমার ধন্যবাদ ডক্টর এস জয়শঙ্কর ও তাঁর সহযোগীদের, এমন বস্তুনিষ্ঠ ও খোলামেলাভাবে আমাদের প্রশ্ন ও উদ্বেগের নিরিখে প্রতিক্রিয়া দেওয়ার জন্য।’ এখানেই শেষ নয়। নিজের টুইটে শশী থারুর লেখেন, 'এই চেতনা নিয়েই পররাষ্ট্রনীতি চালানো উচিত।'