পুতিনের মূর্তি সরাল প্যারিসের মিউজিয়াম

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুতিনের মূর্তি সরাল প্যারিসের মিউজিয়াম

নিজস্ব সংবাদদাতাঃ  আন্তর্জাতিক মঞ্চে আরও একঘরে রাশিয়া। এবার প্যারিসের একটি মিউজিয়াম থেকে সরানো হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূর্তি।  সূত্রে খবর, বৃহস্পতিবার অর্থাৎ আজ প্যারিসের ‘গ্রেভিন মিউজিয়াম’ থেকে পুতিনের মোমের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে। সংগ্রহশালাটির ডিরেক্টর ডেলহমমেউ বলেন, “গ্রেভিন মিউজিয়ামে হিটলারের মতো একনায়কদের আমরা কখনও স্থান দিইনি। তাই এবার পুতিনের মূর্তিটি সরিয়ে দেওয়া হল।”  সূত্রে খবর, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংগ্রহশালাটিতে পুতিনের মূর্তি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানান বহু পর্যটক। তারপরই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূর্তিটিকে ভেঙে ফেলার চেষ্টাও করেছেন বেশ কয়েকজন। এই বিষয়ে মিউজিয়ামের ডিরেক্টর খানিকটা মজার ছলেই বলেন, “এবার রোজ রোজ পুতিনের জামা ও চুল ঠিক করতে হবে না আমাদের।” গ্রেভিন মিউজিয়ামের ডিরেক্টর বলেন, “হয়ত পুতিনের জায়গা নেবেন জেলেনস্কি। ময়দান ছেড়ে না পালিয়ে এবং দেশের হয়ে লড়াই চালিয়ে তিনি এখন হিরো। ইতিহাসের মহানায়কদের মধ্যে জায়গা করে নেবেন তিনি।”