নিজস্ব সংবাদদাতা : সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর) দিয়ে গুলি চালিয়ে নিজেকেই নিজে শেষ করে দিলেন এক সিআইএসএফ কনস্টেবল। চেন্নাই পুলিশ সূত্রে খবর, চেন্নাই বিমানবন্দরে মোতায়েন ছিলেন বছর ২৬-এর ওই সিআইএসএফ কনস্টেবল। আন্তর্জাতিক টার্মিনালে টয়লেট এরিয়ায় ঘটনাটি ঘটিয়েছেন তিনি।