'পিছিয়ে যাওয়া শব্দটি আমাদের অভিধানে নেই'

author-image
Harmeet
New Update
'পিছিয়ে যাওয়া শব্দটি আমাদের অভিধানে নেই'

নিজস্ব সংবাদদাতাঃ 'পিছিয়ে যাওয়া শব্দটি আমাদের অভিধানে নেই'। নতুন করে ফের এরকমই হুঁশিয়ারি দিলেন কৃষক নেতা রাকেশ টিকেইত। রাকেশ টিকাইত গত বেশ কয়েক মাস ধরে গাজিপুর সীমান্তে ধর্নায় থাকা কৃষকদের বলেছেন যে, 'আমরা পিছু হটব না। পিছিয়ে যাওয়া শব্দটি আমাদের অভিধানে নেই। বাহিনী যেমন সামনে রয়েছে, তেমনই গুলি করছে। তেমনই আমরাও সামনে আছি এবং লড়াই করছি। বিচারের চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই।'