/anm-bengali/media/post_banners/VTapwM8QeMc0NkniorR1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের খারকভ শহরে রুশ হানায় প্রাণ হারিয়েছেন ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পা জ্ঞানাগোদার। গতকাল ছেলের মৃত্যুর খবর কর্ণাটকের হাবেরি জেলার চালাগেরি গ্রামে পৌঁছাতেই শোকস্তব্ধ হয় পরিবার। বুধবারও পুত্রশোকে নিমজ্জিত নবীনের বাবা। কিন্তু এদিন তাঁর মন্তব্যে প্রশ্নের মুখে পড়ে গেল দেশের শিক্ষা ব্যবস্থা। সন্তানহারা বাবা শেখারাপ্পা বলেন, “পিইউসি-তে ৯৭ শতাংশ নম্বর পেয়েছিল নবীন। তা সত্ত্বেও রাজ্যের মেডিকেল কলেজে সুযোগ পায়নি সে। এখানে মেডিকেল আসন (বেসরকারি) পেতে কোটি টাকা খরচ করতে হয়। সেখানে কম টাকায় বিদেশে ডাক্তারি পড়ার সুযোগ মেলে।” সেই কারণেই ইউক্রেনে যান নবীন। এদিন দেশের শিক্ষা ব্যবস্থাকে রীতিমতো প্রশ্নের মুখে ফেলে দেন শেখারাপ্পা। বলেন, “ভারতে এমবিবিএস পড়ার জন্য ডোনেশন দিতে হয়। এই কারণেই মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছেন। এখানে আসন বণ্টন করা হয় মেধার ভিত্তিতে নয়, বরং বর্ণভিত্তিক সংরক্ষণের ভিত্তিতে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us