New Update
/anm-bengali/media/post_banners/9A4WI1LcZWVMVfBA8M5k.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গত ৩ দশক পরে পুরভোটে বহরমপুর হাতছাড়া হল কংগ্রেসের। এদিকে ভোটে কারচুপির অভিযোগ তুলে ফের সরব হলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'পুলিশের মদত নিয়ে বহরমপুর দখল করেছে তৃণমূল। জোর করে পুরসভা দখল করেছে তৃণমূল। এখন মক ভোট চাইলে কংগ্রেসই জিতবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us