'বিরাট' প্রস্তুতি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'বিরাট' প্রস্তুতি



নিজস্ব সংবাদদাতাঃ মোহালিতে শ্রীলঙ্কা বনাম ভারতের টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে সামনেই। টি২০তে ছিলেন না বিরাট কোহলি। কিন্তু জীবনের শততম টেস্ট মোহালিতে খেলতে চলেছেন তিনি। তার আগে তাঁকে দেখা গেল নেটে তুমুল প্রস্তুতিতে। মোহালিতে পৌঁছেই তিনি শুরু করে দিয়েছিন চর্চা।