নিজস্ব সংবাদদাতা : ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ স্পাইসজেটের। বুধাপেস্ট, হাঙ্গেরিতে বিশেষ উদ্ধারকারী বিমান চালানোর কথা জানাল বিমান সংস্থা। প্রকাশ করা হয়েছে বিমানের সময়সূচিও। দিল্লি থেকে বুধাবেস্ট উড়ে যাবে বিমানটি। এরপর ভারতীয়দের নিয়ে ফিরবে কুটাইসি, জর্জিয়া হয়ে। উদ্ধারকারী বিমানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও করছে স্পাইসজেট।