নিজস্ব সংবাদদাতা : বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। ইউক্রেনের খারকিভে আটকে পড়া ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার বিষয়ে কথা হয় দুজনের। এছাড়াও বেলগোরোড (রাশিয়া) রুট দিয়ে সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে রোমানিয়া-পোল্যান্ড সীমান্তে আটকে পড়া শিক্ষার্থীদের সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।