নিজস্ব সংবাদদাতাঃ রুশ সেনা বাহিনীর হামলা থামানোর যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। ইতিমধ্যেই বহু মানুষ ইউক্রেন ছেড়ে আশেপাশের দেশে পাড়ি দিয়েছেন। এরই মধ্যে রোমানিয়ায় সীমান্তে ইউক্রেন থেকে পালিয়ে আসা নারী ও শিশুদের স্বাগত জানানোর ব্যবস্থা করা হয়েছে। তারা রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে বিনামূল্যে খাবার ব্যবস্থা করেছে। একজন মা বললেন, 'আমরা নিজেদের জন্য নয়, আমাদের সন্তানদের জন্য দেশ ছেড়েছি'।