আরজিকরের ট্রমা কেয়ারকে ‘সাবলম্বী’ করার উদ্যোগ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আরজিকরের ট্রমা কেয়ারকে ‘সাবলম্বী’ করার উদ্যোগ

নিজস্ব সংবাদদাতাঃ  এসএসকেএম-এর ধাঁচে আরজিকরের ট্রমা কেয়ারকে নতুন ভাবে সাজানো হবে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের উপস্থিতিতে শনিবার একথা জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক সুদীপ্ত রায়। এসএসকেএম মডেলে ট্রমা কেয়ার তৈরি করতে হলে নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, অ্যানাস্থেশিয়া, অর্থোপেডিক বিভাগেরও উন্নতি প্রয়োজন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, আরজিকরের ট্রমা কেয়ারের মানোন্নয়নে সে সবই করা হবে। পাশাপাশি, কিডনি প্রতিস্থাপন বিভাগও চালু হবে আরজিকরে। অন্যদিকে, শনিবার আরজিকরের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা স্থানীয় বিধায়ক অতীন ঘোষ স্পষ্ট করে জানিয়ে দেন, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের উপরে কোন‌ও ভাবে আর্থিক চাপ তৈরি করা যাবে না।