হুমকি! আনিসের দাদার অভিযোগ দায়ের আমতা থানায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হুমকি! আনিসের দাদার অভিযোগ দায়ের আমতা থানায়


নিজস্ব সংবাদদাতাঃ ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার রাতে আনিসের দাদা এবং বাবাকে প্রাণে মারার হুমকি দিয়ে ফোন আসার ঘটনায় শনিবার আমতা থানায় অভিযোগ দায়ের করলেন আনিসের দাদা সাবির খান। তবে তিনি এ-ও জানান যে, হুমকি দেওয়ার এক দিন পর, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি তাঁর কাছে আরও একটি ফোন আসে। তবে সেই ফোনে তাঁকে ভুল হয়ে গেছে বলে ক্ষমাও চান ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেই সময় ভাইয়ের হত্যার প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচিতে শামিল হয়েছিলেন সাবির। অন্তত এমনটাই দাবি আনিসের দাদার।