Ukraine: 'আতঙ্কিত হবে না', ফের পরামর্শ কেন্দ্রের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
Ukraine: 'আতঙ্কিত হবে না', ফের পরামর্শ কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন একাধিক ভারতীয় পড়ুয়া। মুহুর্মুহু পড়ছে বোমা। প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশন, বাঙ্কার অথবা কোনও বাড়ির বেসমেন্টে লুকিয়ে রয়েছেন একাধিক ভারতীয় সহ ইউক্রেনের বাসিন্দারাও। এদিকে ভারতে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারগুলি। যদিও তাঁদের ফিরিয়ে আনা হবে বলে আবারও আশ্বাস দিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 'ইউক্রেনে শিক্ষার্থীরা তাদের পিতামাতার কাছ থেকে এবং বিশেষ করে জম্মু ও কাশ্মীর থেকে ফোন পাচ্ছে। বিদেশ মন্ত্রক প্রতিনিয়ত প্রয়োজনীয় ব্যবস্থা করে চলেছে। কারও আতঙ্কিত হওয়ার দরকার নেই। শিক্ষার্থীরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরামর্শ অনুসরণ করছে।'