ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘের প্রস্তাব থেকে বিরত থাকল ভারত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘের প্রস্তাব থেকে বিরত থাকল ভারত

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। এদিকে চিনও রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না। তাছাড়া ভারতেরই পথে হাঁটল সংযুক্ত আরব আমিরশাহিও। কিন্তু ১১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এদিকে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ‘ইউক্রেনে সাম্প্রতি যে ঘটনা ঘটেছে ভারত তাতে উদ্বিগ্ন। অবিলম্বে এই হিংসার পথ থেকে সরে আসতে আবেদন করছি সকলকে। মানুষের জীবনের বিনিময়ে কখনও কোনও সমাধান সূত্র বের হয়ে আসে না। এই আবহে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হওয়া অত্যন্ত হতাশাজনক। কিন্তু আমাদের কূটনীতির পথে ফিরতে হবে। সেই কারণে ভারত ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’