ইউক্রেনে আটকে বাংলার দুই যমজ বোন, উদ্বেগে দিন গুনছে পরিবার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ইউক্রেনে আটকে বাংলার দুই যমজ বোন, উদ্বেগে দিন গুনছে পরিবার


হরি ঘোষ, দুর্গাপুর :
মা স্বাস্থ্য কর্মী, বাবা একটি রাষ্ট্রয়াত্ত তেল গ্যাস সংস্থার অস্থায়ী কর্মী । তাঁদের দুই মেয়ে রুমকি আর ঝুমকির দু চোখে স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রামের ঝুমকি ও রুমকি গাঙ্গুলী ইউক্রেনের খারকিব ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিল গত ডিসেম্বর মাসে। এরপর এম. বি. বি. এস পড়াশোনা করে জীবনের নতুন এক লড়াইয়ে নামে এই দুই যমজ বোন। বেশ চলছিল, ইউনিভার্সিটির নিজস্ব বেসমেন্ট এখন এদের মাথা গোঁজার জায়গা, সঙ্গে নিরাপদ আশ্রয়। ভারী বুটের শব্দ আর মুহূমুহু বোমের গুলির আওয়াজে আজ রুমকি আর ঝুমকির সব স্বপ্ন ভেঙে চুরমার হতে বসেছে। এদিকে উদ্বেগে দিন গুনছে পরিবার। শেষবারের মতো মেয়ের সাথে যোগাযোগ হয় শুক্রবার সকালে, তাও বেশিক্ষন কথা বলা যাচ্ছে না। গতকাল মাঝে মাঝে কিছু সময়ের জন্য যোগাযোগ হলেও, তারপর থেকে আর সময়মতো পাওয়া যাচ্ছে না। জল নেই, আলো নেই, শীতের পোশাকও নেই, টাকা শেষ, এখন কিভাবে ফিরবে দুই মেয়ে তা ভেবে উঠতে পারছেন না রুমকি আর ঝুমকির মা সুনন্দা গাঙ্গুলী আর বাবা ধীরেন গাঙ্গুলী। স্বপ্ন পূরণের স্বপ্ন উড়ান যেন আজ অনেকটা ধূসর হয়ে গেছে ভারী বুটের শব্দে। দুই মেয়েকে এখন কোলে ফিরে পেতে চাইছে বাবা মা। সরকারের কাছে কাতর আবেদন, ফিরিয়ে আনার ব্যবস্থা করুক দুই মেয়েকে।