/anm-bengali/media/post_banners/d1palT6kdfmup2oKM99N.jpg)
দ্বিগবিজয় মাহালীঃ শ্বশুরবাড়িতে এসে বিষ খেয়ে আত্মঘাতী হলো জামাই। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের হারনান এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ বারলা। বয়স ৪০ বছর। তিনি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকার বাসিন্দা বলে
পরিবার সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে আসেন বিশ্বনাথ বাবু। তারপরই বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়িতেই বিষ খেয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে এ ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক সমস্যা কারণে এ ঘটনা ঘটতে পারে। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে ? ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ আধিকারিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us