হরি ঘোষ,লাউদোহা : দুর্গাপুর ফরিদপুর ব্লকে দিনে দিনে বাড়ছে অসামাজিক কার্যকলাপ। চলতি বছরের জানুয়ারি মাসে লাউদোহার মাধাইপুর এলাকায় কয়লা চুরি করতে গিয়ে কয়লার চাল চাপা পড়ে মৃত্যু হয়েছিল একই পরিবারের চারজনের। এছাড়াও লাউদোহার বিভিন্ন এলাকায় বসছে জুয়ার আসর, এমনটাই স্থানীয়দের একাংশের অভিযোগ। আর তার ফলশ্রুতি হিসাবে এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এবার একই বাড়ির গোডাউন থেকে পর পর দু'বার লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
গোডাউন থেকে চুরি গেল কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ। বুধবার ঘটনাটি ঘটে লাউদোহা থানার মাস্টার পাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে লাউদোহা পঞ্চায়েত অফিস সংলগ্ন মাস্টার পাড়ায় আকাশ মুখোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর গোডাউনে চুরির ঘটনা ঘটে। ছাদের টিন ভেঙ্গে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে চুরি করে চম্পট দেয় বলে অনুমান। আকাশ বাবু জানান, তার বাড়ির পাশেই গোডাউন রয়েছে। সেখানে লোহা, তামা, পিতল সহ অন্যান্য ধাতুর বিভিন্ন যন্ত্রাংশ মজুদ করা থাকে। লাউদোহায় বাড়ি হলেও বর্তমানে তিনি পরিবার নিয়ে থাকেন দুর্গাপুরে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দিন সাতেক আগেও গোডাউন থেকে প্রায় 4/5 লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি যায়। বুধবার ফের চুরির ঘটনা ঘটে। লাউদোহার ফরিদপুর থানার পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এবারও বেশ কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গিয়েছে বলে আকাশ বাবু দাবি করেন। অভিযোগ পেয়ে শুরু হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।