New Update
/anm-bengali/media/post_banners/GUrriamUebMN5VH71q0V.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারে ক্রিকেটের ময়াদানে নতুন ভূমিকায় অজিত আগারকর-কে দেখা যাবে। দিল্লি ক্যাপিটলসের সহকারী কোচ হিসাবে এবারে দেখা যাবে অজিত আগারকর-কে। এর আগে এমন কোচের ভূমিকায় তাঁকে কখনও দেখা যায়নি। ২০১৩ সালে তাঁকে ক্রিকেটের মাঠে শেষ বারের মতো দেখা গিয়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us