উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকার

author-image
Harmeet
New Update
উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকার

​নিজস্ব সংবাদদাতাঃ গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ পৌঁছে গেলেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডে। প্রতিপক্ষ প্রোটিয়া টেনিস প্লেয়ার কেভিন অ্যান্ডারসনকে স্ট্রেট সেটে হারালেন জোকার। ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-৩। শুধু তাই নয়, ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার পা পিছলে পড়েও গিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। তা সত্ত্বেও কাঙ্খিত জয় অর্জন করেই কোর্ট ছাড়েন নোভাক জকোভিচ।



আরও খবরঃ 

https://anmnews.in/Home/GetNewsDetails?p=7264


For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm