/anm-bengali/media/post_banners/5oC1Za1aiviV7cFsPXko.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে অবিলম্বে রাশিয়া ছাড়তে দেশের নাগরিকদের নির্দেশ দিল ইউক্রেন। রাশিয়া হামলা চালালে কনসুলার অ্যাকসেস পাওয়ার কাজ জটিল হয়ে পড়তে পারে বলে উল্লেখ করে দেশের নাগরিকদের রাশিয়া ছাড়তে বলেছে ইউক্রেন। সে দেশের সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে যে, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের মাত্রা বাড়ছে। এর ফলে রাশিয়ায় সম্ভাব্য কনসুলার সহায়তা পাওয়ার সুযোগ সার্বিকভাবে কমে যেতে পারে। একথা উল্লেখ করে ইউক্রেনের বিদেশ মন্ত্রক তাদের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়তে এবং রাশিয়া না যেতে বলেছে।
উল্লেখ্য, আমেরিকা ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ওয়াশিংটন বলেছে যে, কূটনৈতিকভাবে সমস্যার নিরসনের পথ এখনও খোলা রয়েছে। আমেরিকার অবস্থানের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন যে, কূটনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত। কিন্তু দেশের স্বার্থ নিয়ে কোনও সমঝোতা করা হবে না।
ইউক্রেনের পার্লামেন্ট বুধবার তাদের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলির স্বাধীনতাকে স্বীকৃতিদানে সমর্থন এবং পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর ব্যবহারের জন্য রুশ পার্লামেন্টের সদস্য সহ রাশিয়ার ৩৫১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অস্ট্রেলিয়া রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us