বিয়ের পরই নাম বদলালেন শিবানি দানন্ডেকর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিয়ের পরই নাম বদলালেন শিবানি দানন্ডেকর

নিজস্ব প্রতিনিধি-সদ্য বিয়ে করেছেন শিবানি দানন্ডেকর এবং ফারহান আখতার। খান্ডালায় বিয়ের পর রেজিস্ট্রি ম্যারেজও সেরেছেন এই দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভাগ করতে শুরু করেছেন তারকা জুটি। এদিকে শিবানির ইনস্টাগ্রাম একাউন্টে তার নাম লেখা থাকতো শিবানি দান্ডেকর। এখন তা হয়ে গেছে শিবানি দান্ডেকর আখতার। 




এবং সাথে আরেকটি জিনিস যুক্ত করেছেন তিনি তার বায়োতে, সেখানে লেখা মিসেস আখতার। নিজেকে শিবানি দান্ডেকর আখতার হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি।