New Update
/anm-bengali/media/post_banners/wU9coP1Cp2uiUzh1S7Rt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আলাপ-আলোচনা, কূটনৈতিক দৌত্য-এসবের মধ্যে ক্রমশ আরও জটিল হচ্ছে ইউক্রেন সংকট। রাশিয়া সোমবার অভিযোগ করেছে যে, ইউক্রেন থেকে একটি গোষ্ঠীর সীমা লঙ্ঘণের চেষ্টা ভেস্তে গিয়েছে। তাদের এই চেষ্টা ভেস্তে দিয়েছে সীমান্ত রক্ষী ও সেনাবাহিনী। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, সংঘর্ষের ফলে পাঁচজনের মৃত্যু হয়েছে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনা ঘটেছে রোস্টভ অঞ্চলের মিটিয়াকিনস্কায়া গ্রামের কাছে। যদিও ইউক্রেন এই দাবি খারিজ করে দিয়েছে। তারা বলেছেন, যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, ,সেই রোস্টভ অঞ্চলে তাদের কোনও বাহিনী নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us