ল্যাভেন্ডার চাষ করবেন কীভাবে?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ল্যাভেন্ডার চাষ করবেন কীভাবে?

নিজস্ব সংবাদদাতাঃ  এই গাছ ইউরোপ, ভূ মধ্যসাগরীয় অঞ্চল, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ -পশ্চিম ভারত ছাড়াও হিমাচল প্রদেশের কিছু অঞ্চলে দেখা যায়। এই উদ্ভিদ মূলত চাষ করা হয় ল্যাভেন্ডার তেল উৎপাদন এর জন্য। এই গাছ থেকে প্রাপ্ত তেল এন্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া সুগন্ধি দ্রব্য, প্রসাধনী দ্রব্য প্রস্তুতিতে এবং নানান কাজে এর বহুল ব্যবহার হয়। সারা পৃথিবীতে ল্যাভেন্ডার এর প্রায় ৪৭ টি প্রজাতি রয়েছে।




এটিকে চাষের জন্যে সুনিষ্কাশিত মাটিতে পুর্ণ রৌদ্রে চারা রোপণ করবেন। এই গাছ বেশী স্যাঁতস্যাঁতে পরিবেশ পছন্দ করে না তাই মাটি শুকনো আছে কিনা তা দেখে ভালমত জল দেবেন।







কুঁড়ি এলেই ল্যাভেন্ডার সংগ্রহ করে ফেলা উচিৎ এবং তা ফুল ফোঁটার আগেই করতে হয়। এতে আপনি তা থেকে অধিক ভাল রঙ এবং সুগন্ধ পাবেন। একগুচ্ছ ল্যাভেন্ডার ডাঁটা গোড়ার কাছে ধরে ধারালো কাঁচি দিয়ে কাঁটবেন। গাছগুলো আঁটি বেঁধে সরাসরি সূর্যের আলো পড়ে না এমন কোন উষ্ণ-শুষ্ক জায়গায় উল্টো করে ঝুলিয়ে রাখুন। ২-৪ সপ্তাহ পর এটি ব্যবহার করার উপযোগী হবে। পাতা এবং ফুলের পাপড়ি ঝেড়ে একটি বায়ুরোধি বয়ামে ভরে রাখুন।