New Update
/anm-bengali/media/post_banners/6gYuGnvyXvRAdG9IgE7R.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে বড় জয় হাসিল করে নিয়েছে ভারত। এবারে বিশ্বকাপের দল কেমন হতে পারে সেই বিষয়ে আগেই ভেবে রেখেছেন রাহুল দ্রাবিড়। এই বিষয়ে তিনি বলেন, “রোহিত, আমি, নির্বাচকরা এবং দল পরিচালন সমিতি এ ব্যাপারে আলোচনা করেছি। কী ধরনের দল চাই সে ব্যাপারে মোটামুটি ধারণা হয়েই গিয়েছে। নির্দিষ্ট কোনও ফরমুলা নেই। কিন্তু দলের ভারসাম্য কেমন রাখা উচিত সেটা জানি। আপাতত দলটাকে অন্য ভাবে গড়ে নিতে চাইছি এবং প্রত্যেকের চাপও কিছুটা কমাতে চাইছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us