New Update
/anm-bengali/media/post_banners/b1R9b0e7nHhqUgozK5pL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলা চাষের জন্য উপযুক্ত মাটি হলো দোয়াশ মাটি। সবার প্রথম যে মাটিতে কলা গাছ চাষ করা হবে সেই জমিকে আগাছা মুক্ত করতে হবে। প্রত্যেকটা গাছের মধ্যে একে অপরের থেকে ২ মিটারের দূরত্ব রাখতে হবে। গাছ রোপণ করার সময় হলো মার্চ থেকে মে মাসের মধ্যে। সারের মধ্যে ব্যবহার যোগ্য সার হলো গোবর ও পাতাপচা। গাছে ফল আসার পর গাছ যাতে ভেঙে না যায় সেইদিকে খেয়াল রেখে গাছের অবলম্বনের ব্যবস্থা করা খুবই দরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us