যোগীকে 'বাবা বুলডোজার' বলে কটাক্ষ অখিলেশের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
যোগীকে 'বাবা বুলডোজার' বলে কটাক্ষ অখিলেশের

নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশে নির্বাচনের পাশাপাশি চলছে নির্বাচনী প্রচার। অযোধ্যায় প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ তথা বিজেপিকে এক হাত নিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব. তিনি বলেন, ''বিজেপি নেতারা এখন এবিসিডি শিখছেন, আমি তাদের বলতে চাই, 'আগর কাকা চালে গ্যায়ে তো বাবা ভি চলে যায়েঙ্গে' (যদি কৃষি আইন ফিরিয়ে নেওয়া হয়, যোগী জিও ফিরে যাবেন)। তিনি এখন সবকিছুর নাম পরিবর্তন করেছেন, এখন তাকে বাবা বুলডোজার নাম দেওয়া হয়েছে।''