রক্তদান শিবির ও সেভ লাইফ সেভ ড্রাইভ সচেতনতা বার্তা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রক্তদান শিবির ও সেভ লাইফ সেভ ড্রাইভ সচেতনতা বার্তা

দুর্গাপুর,হরি ঘোষ -দুর্গাপুরের ইস্পাত নগরী এডিশন সবুজ সংঘ অ্যান্ড বন্ধু সবাই ক্লাবের উদ্যোগে এডিশন এলাকায় আয়োজিত রক্তদান শিবির ও সেভ লাইফ সেভ ড্রাইভ সচেতনতা বার্তায় একটি বাইক র‍্যেলি করা হয়। রবিবার সকালে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ মজুমদার , দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল বড় কমিটির চেয়ারম্যান সুস্মিতা ভুঁই, পুরোপিতা মানস রায় ,দীপঙ্কর লাহা সহ অন্যান্যরা। প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করবেন বলে জানান উদ্যোক্তারা। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করবে। এদিন বিভিন্ন অনুষ্ঠান চলে সেখানে করোনা স্বাস্থ্যবিধির নিয়ম মেনে।