নিজস্ব সংবাদদাতাঃ বড় রকমের জয় দিয়ে রঞ্জির অভিযান শুরু করলো অভিমূন্য ও ঈশ্বরণ-রা। প্রথম ইনিংসে ব্যাটিংসে দুর্যোগ নেমে এসেছিল বাংলার উপর। কিন্তু চতুর্থ ইনিংসে ৩৪৯ রান তাড়া করে ম্যাচের জয় ছিনিয়ে নিলো বাংলা।
বুধবার জেরুজালেমের একটি মসজিদে ইসরায়েলি পুলিশ প্রবেশ করে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। ফলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। জেরুজালেমের আল-আকসা মসজিদে এই ঘটনা ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা: বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে জেরুজালেমে। ইসরায়েলি পুলিশ বুধবার ভোরে রমজানের নামাজের সময় জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করে। তারপরেই শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। এছাড়াও রকেট ফায়ার শুরু করা হয় ইসরায়েললি পুলিশের তরফে। যার ফলে এবার এই বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছে হোয়াইট হাউস।