New Update
/anm-bengali/media/post_banners/sDorl4T8kLAaNOIGNLuj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বোর্ড থেকে ঋদ্ধিমান সাহা-কে প্রায় জবাব দিয়েই দেওয়া হয়েছে। জাতীয় দলে তিনি আর খেলতে পারবেন না। আগত শ্রীলঙ্কা সফরে দলের কারা যাবেন তা ঠিক না হলেও, এখন থেকে ঠিক হয়ে গিয়েছে যে এই সফরে যেতে পারবেন না ঋদ্ধিমান সাহা। এই সংবাদ পাওয়ার পর বাংলার এই ক্রিকেটার বিসিসিআই সভাপতি সৌরভকে নিয়ে বলেন যে, তিনি একসময়ে বলেছিলেন, “আমি থাকতে তোর কখনও অসুবিধা হবে না।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us