নিজস্ব সংবাদদাতাঃ এসএসসি-র গ্রুপ সি পদে প্রায় ৩৫০ জন কর্মীর ভুয়ো নিয়োগের অভিযোগ সংক্রান্ত মামলায় নতুন মোড়। এই মামলায় সিবিআই অনুসন্ধানের জন্য কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশের উপর শুক্রবার স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ জারি করেছে।