/anm-bengali/media/post_banners/t5hGlaAQ6I98PtU5YM33.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কমেছে ওমিক্রনের দাপট। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও দেশে করোনার সার্বিক ছবিটা অনেকটাই ইতিবাচক। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত। বিভিন্ন রাজ্যে ফের স্কুলমুখী খুদেরাও। তবে এসবের মধ্যেই সতর্ক থাকার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চিন্তায় রাখছে মৃত্যুহার। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন। যা গতকালের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৪ জনের। তবে স্বস্তি দিয়ে একলাফে অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ২৪০। এই মুহূর্তে ভারতের করোনা পজিটিভিটি রেট কমে ২.৪৫ শতাংশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। দু’বছর পর আজ থেকে বাংলায় খুলে যাচ্ছে প্রাথমিক স্কুলও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us