রায়নাকে দলে না নেওয়ার বিষয়ে যা বললেন গাভাস্কার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রায়নাকে দলে না নেওয়ার বিষয়ে যা বললেন গাভাস্কার



নিজস্ব সংবাদদাতাঃ এ বছরে জমিয়ে ক্রিকেটার কেনাকাটা করেছেন ভারতের ধন-কুবেররা। কিন্তু ব্রাত্য থেকে গিয়েছেন সুরেশ রায়না। তাঁকে দলে না নেওয়ায় বেশ অবাক হয়েছেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, “রায়নার জন্য আমি অবাক হয়েছি। ও বাঁ হাতি ব্যাটার। অফ স্পিন করতে পারে। তার উপর এত দিনের অভিজ্ঞ। অবশ্য গত বার দুবাইয়ে যে পিচে একটু বাউন্স ছিল সেখানে খেলতে সমস্যায় পড়ছিল রায়না। তাই হয়তো ফ্র্যাঞ্চাইজিদের মনে হয়েছে ভারতের পিচেও জোরে বোলারদের সামনে ও সমস্যায় পড়তে পারে। কেন কেউ রায়নাকে কিনল না সেটা অবশ্য দলের মালিকরাই বলতে পারবেন। তবে আমি খুব অবাক হয়েছি।’’