New Update
/anm-bengali/media/post_banners/Q8Nb8RyjOuJiPUjm5Zgt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ক্রিকেটার কেনাকাটার পর্ব শেষ ভারতের ধন-কুবেরদের। এবারে ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্তাদের মূল চিন্তা কাকে দিয়ে ওপেন করানো যায়। ঠিক চিন্তায় চিন্তিত কেকেআর কর্তৃপক্ষরাও। তাঁরা বিলিংস ও অ্যালেক্সের পাশাপাশি রাহাণেকেও ওপেনার করার কথা ভাবছে। নাইট সংসারের এক সদস্য জানান, “রাহানের অভিজ্ঞতা এখনও সম্পদ হতে পারে। ওপেনার হিসেবে ভাবা যেতে পারে ওকে। সঙ্গে নেতৃত্বের ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us