ডেবরা গ্রামীন উৎসব এর খুঁটি পূজো

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডেবরা গ্রামীন উৎসব এর খুঁটি পূজো

দ্বিগবিজয় মাহালী-সোমবার দুপুর ১২ টা নাগাদ ডেবরা গ্রামীন উৎসব ২০২২ এর খুঁটি পূজো অনুষ্ঠিত হলো, ডেবরা হরিমতী হাইস্কুল মাঠে। উপস্থিত ছিলেন, ডেবরা গ্রামীন উৎসব সমিতির সভাপতি সীতেশ ধাড়া, সম্পাদক অশোক রায় ও প্রধান পৃস্টপোষক বিবেকানন্দ মুখার্জী সহ সমিতির সদস্যরা। আগামী ২৬ শে ফেব্রুয়ারী শুরু হবে এই উৎসব। 




সবাইকে আমন্ত্রন জানালেন প্রধান পৃস্টপোষক বিবেকানন্দ মুখার্জী।